
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: টানা কয়েকদিন ধরে বিষাক্ত দেশের রাজধানী। একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। উল্টে দিনে দিনে খারাপ হচ্ছে দেশের রাজধানীর পরিস্থিতি। গোটা দিল্লি কার্যত কালো ধোঁয়াশার পুরু আস্তরণে ঢাকা। মঙ্গলবার সকালে দিল্লির একিউআই পৌঁছে গিয়েছে ৫০০-তে। যেখানে একিউআই ৪৫০ অতিক্রম করার অর্থই হল অতি ভয়াবহ, সেখানে দিল্লির বাতাসের গুণমান তার থেকেও অনেকটা খারাপ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে চলতি সপ্তাহে দিল্লিতে চালু হয়েছে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৪। মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে একিউআই কিছুতা কমলেও, এখনই আদালতের নির্দেশ ছাড়া এই গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৪ বন্ধ করতে পারবে না দিল্লি সরকার।
ইতিমধ্যে প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, সমস্ত স্কুলে নবম শ্রেণি পর্যন্ত অনলাইনে ক্লাস করাতে হবে। কেবল দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস অফলাইনে হবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ৫০ শতাংশ কর্মীকে নিয়ে কাজ করতে হবে। ওয়ার্ক ফ্রম হোম করতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই। কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের ৫০ শতাংশ কর্মীকে অফলাইনে এবং বাকিদের ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া বাইরের রাজ্যের সব ট্রাকের প্রবেশ নিষেধ দিল্লিতে। আপাতত রাজ্যের সর্বত্র নির্মাণকাজ ও সংস্কারের কাজ বন্ধ রাখা হবে।
দিল্লির এই সিদ্ধান্তের প্রেক্ষিতে মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত প্রশ্ন করেছিল, পড়ুয়াদের ফুসফুস আলাদা? প্রশ্ন, কেনই বা, দশম-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অফলাইনে ক্লাস করতে হবে? তাদের ফুসফুস তো আলাদা নয়। বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহর বেঞ্চ এই প্রশ্ন করে এদিন। শুধু দিল্লি নয়, এনসিআর-এর তিন রাজ্যের বেশ কিছু অংশের স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ-এর তথ্য বলছে, মঙ্গলবার সকালে দিল্লি এবং এর আশেপাশের এলাকাগুলি ঘন ধোঁয়াশায় ঢাকা ছিল। সকাল ছ’ টায় একিআই ছিল ৪৯৪। জাতীয় রাজধানীর ৩৫টি মনিটরিং স্টেশনের মধ্যে, সর্বাধিক একিউআই ৫০০ ধরা পড়েছে। এমনকি কুয়াশার জন্য সেখানে জারি হয়েছে কমলা সতর্কতা।
দিল্লিতে মঙ্গলবার সকালে দৃশ্যমানতা এতটাই কম, বেশ কিছু উড়ান বাতিল এবং কয়েকটির সময়ের পরিবর্তন ঘটানো হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে পথ বদল করা হয়েছে অন্তত ৮টি উড়ানের। ২২টি ট্রেন চলেছে দেরিতে।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও